গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় রংপুরের গঙ্গাচড়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের’কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। উপজেলার সাবেক ছাত্রনেতা, সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবলু’র নেতৃত্বে সোমবার (২ জানুয়ারী) সন্ধায় গঙ্গাচড়া বাজারে আনন্দ মিছিল করা হয়।
গত ১ লা জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার দিলিপ বড়ুয়া স্বাক্ষরির বিজ্ঞপ্তিতে ডাঃ দেলোয়ার হোসেন ও আবুল কাশেম’কে রংপুর মহানগর আ’লীগের আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়ক এবং একেএম ছায়াদত হোসেন বকুল ও অধ্যাপক মাজেদ আলী বাবলু কে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় গঙ্গাচড়ার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় তারা সন্ধায় বাজারে আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন এবং মিছিল শেষে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসময় নেতাকর্মীদের মিস্টি বিতরণ করতে দেখা যায় ।