বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা প্রয়োজন – ইউএনও শফিকুল ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন সহ জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। মাদকের অপব্যবহার রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না। এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। ০৬ ডিসেম্বর সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। সকলের নিজ প্রচেষ্টায় মাদক নির্মূল করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সহ প্রমুখ।

কর্মশালায় মাদকের ভয়াবহতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম সামদানী, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনদাদুল হক আরমান, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম শামছুল হক, চরনিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ