এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সামষ্টিক সমস্যা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
এরপর দুপুর ১২টায় আগস্ট মাসের মামলাসমূহ নিয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার বিশেষভাবে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
তিনি বলেন, জেলার প্রতিটি থানা এলাকায় লুকিয়ে থাকা মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী ও শেল্টারদাতাদের খুঁজে বের করতে হবে। এ জন্য কল রেকর্ড, তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিশেষ টিম গঠন করে অভিযান চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বিভিন্ন সাফল্যের জন্য নারায়ণগঞ্জ জেলার পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সোনারগাঁও থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুল রশিদকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, একই থানার এসআই (নিঃ) সামরুল হোসেনকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, বন্দর থানার এসআই (নিঃ) মোঃ শরীফ হোসেনকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ট্রাফিক শাখার সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার এবং জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) ফরিদুল ইসলামকে উত্তম কাজের জন্য পুরস্কৃত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার ছাড়াও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলদস্য উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই সভার মাধ্যমে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে—মাদক ব্যবসায়ী, তাদের আশ্রয়দাতা ও মাসোহারা গ্রহণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
জেলার প্রতিটি থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করার জন্য, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।
মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন কঠোর অভিযান ও ওয়ারেন্ট তামিলের নির্দেশে আরও বলেন; মাদক-সম্পৃক্ত যদি কোনো পুলিশ সোর্স বা পুলিশ অফিসার থাকলে শাস্তি নিশ্চয়।




















