আবদুল কাদের সৌরভ, বিশেষ প্রতিনিধি॥ ফাঁকা তান হারা পানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম ইসতানা নিগারায় বিকেল পাঁচ টায় দেশটির রাজার সামনে শপথ নেন। এর আগেও আনোয়ার ইব্রাহিমকে বারবার ফিরে যেতে হয়েছে ক্ষমতার খুব কাছ থেকে। এক যুগের বেশি কারাবাস আর চব্বিশ বছরের নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে নাম লেখালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের কাতারে।
মালয়েশিয়ার রাজনীতিতে এটিকে ”আনোয়ারের বিপ্লব” হিসেবে আখ্যা দিচ্ছেন দেশটির গণমাধ্যম।গত কয়েক দিনে ৱোলাৱ কোস্টারের মত মালয়েশিয়া রাজনৈতিক যে টানা পোড়ন শুরু হয়েছে তা শুরাহ হবে,২৮ নভেম্বর (সোমবার) মালয়েশিয়ায় সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.