স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলার প্রশাসক লিংকন বিশ্বাস, টিটিসি অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার।
এদিকে এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।স্থানীয় সরকার বিভাগের উপ -পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সামনে থেকে শুরু করে র্যালীটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে টিটিস অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।