স্বপন আলী, মেহেরপুর॥ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক মেহেরপুরে। বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর সার্কিট হাউজে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হককে ফুলের শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের আব্দুস সালাম সেখানে উপস্থিত ছিলেন।