বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি বার্তা
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. জাতীয়
  10. ধর্ম ও জীবন বিধান
  11. নির্বাচন
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিল্প ও বাণিজ্য
  15. সংবাদ বিজ্ঞপ্তি

মেহেরপুরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ৩ চোর পাকড়াও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

মোঃ স্বপন আলী, মেহেরপুর॥ মোটরসাইকের চুরির সময় হাতেনাতে ধরা পড়লো তিন চোর। ঘটনাটি মেহেরপুরের কাঁঠালপাতা গ্রামে, মটরসাইকেল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে গণধোলাই খায় ঐ ৩ যুবক।

মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামে এমন ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেষপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে অপু মিয়া (১৯), সদর উপজেলার চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল হোসেন (৪২) ও একই উপজেলার পাগলা কানাই গ্রামের সেকেন্দের আলীর ছেলে আনিছ (৩৬)।

স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া জানান, গেল কয়েকদিন আগে কাঠালপোতা গ্রাম থেকে একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। যা সিসি টিভিতে স্পস্ট দেখা যায়। আজ তারা আবারও গ্রামের মাঠে এসে একটি মোটর সাইকেলের তার খোলার চেষ্টা করে।এ সময় দেখে ফেলে স্থানীয়রা। পরে তাদের ধাওয়া করলে। তাদের চিকৎকারে আশপাশের লোকজন তিন দিক থেকে ঘিরে ফেলে ঐ তিন যুবককে। এ সময় জনতার মাথার উপর লাফ দিয়ে পালাতে গেলে ধরা পড়ে ঐ তিন চোর। সিসিটিভির ফুটেজ দেখে তাদের মোটরসাইকেলের চোর বলে সনাক্ত করে এলাকাবাসী। পরে তাদের গনপিটুনি দেওয়া হয়। এতে তারা মারাত্মক আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল। পরে ঐ তিনজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ তাদের নিয়ে আসে মেহেরপুর জেনারেল হাসপাতালে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করিয়ে নেন। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকবুল ইসলাম জানান, আটক কৃত আহত তিনজন কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থানায় তাদের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধীক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গেল কিছুদিন ধরে জেলায় মোটরসাইকেল চুরি বেড়ে গেছে।

ইতোমধ্যে সদর থানায় মোটরসাইকেলে চুরির দু’টি মামলা রয়েছে। এছাড়াও একাধীক অভিযোগ রয়েছে। পুলিশ চক্রটিকে ধরার জন্য কাজ করে যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেল চুরির অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত