স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃত করণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২৫০ জনের মধ্যে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৮ জনের মাঝে ষাঁড় ও গাভি বিতরন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায়, সমবায় খুলনা প্রকল্প পরিচালকপর দপ্তরের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০ জনকে ১ লাখ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৮ জনের মাঝে ষাঁড় ও গাভি বিতরন করা হয়।