
নিজস্ব প্রতিবেদক :
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। যশোরের ত্রাস হিসেবে আবির্ভূত ভাইপো রাকিবের নাম আছে কিশোর গ্যাং পরিচালনা ও আশ্রয়দাতা হিসেবে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫), রাত নয়টা ১৫ মিনিটে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরন, চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন।
সন্ত্রাসী ভাইপো রাকিব যশোরের ত্রাস। এর আগে একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবৃদ্ধ হন। তাকে ঢাকাতে নেয়া হয় যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।