যশোর অফিস: যশোরে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ইনামুল হাসান ইমন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইমন শহরতলির ধর্মতলা এলাকার কামাল উদ্দিনের ছেলে। তার ঘাড়ে ও মাথার পেছনের অংশসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আহতের স্বজনরা জানান, মঙ্গলবার ২৩শে জুলাই রাত সাড়ে ৮ টার দিকে ইমন পালবাড়ি মোড় থেকে খোলাডাঙ্গার রকমারি চায়ের দোকানের সামনে আসলে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন, মোবাইল : ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল, মোবাইল : ০১৭২৮-৭৭৫৯৯০। মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.