বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

যশোরে জনসভা জনসমুদ্রে পরিণত, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী – প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ১০:০২ অপরাহ্ণ

 

যশোর থেকে মোঃ শফিকুল ইসলাম॥ যশোরের জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানের পরাধীনতা থেকে দেশ স্বাধীন হয়েছিল। আর আমরা দেশবাসীকে অর্থনৈতিক মুক্তি দিয়েছি। যশোরের উন্নয়নে আমাদের সরকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন হয়েছে। যশোরে দেশের প্রথম আইসিটি পার্ক স্থাপন করে বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমাদের সরকার দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা অন্য যে কোন সময়ের তুলনায় অনেক ভালো। আমাদের ব্যাংকে টাকার কোন সংকট নেই। গতকালও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি।

তারা আমাকে জানিয়েছেন দেশে রিজার্ভের কোন সংকট নেই। রিজার্ভের টাকা দেশবাসীর কল্যানে ব্যয় করেছি। আগামী দিনে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের মানুষের দারিদ্র সীমা আরো নীচেয় নামিয়ে আনার চেষ্টা করবো। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে দুই হাত তুলে উপস্থিত জনতাকে সমর্থন জানানোর আহবান জানালে জনগন দুই হাত তুলে নৌকা মার্কার পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বিকেলে যশোর স্টেডিয়ামে এক জনসমুদ্রে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করার সময় এসব কথা বলেন।

সকালে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শণ ও অভিবাদন গ্রহন অনুষ্ঠান শেষ করে বেলা ২টা ৪০ মিনিটে যশোর জেলা আওয়ামীলীগ আয়োজিত যশোর শামস উল হুদা স্টেডিয়ামে জনসভাস্থলে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা জমিনের ওপর লাল রঙয়ের ডোরাকাটা সূতি শাড়ী। প্রধানমন্ত্রীর বহনকারী গাড়িটি সভাস্থলে পৌঁছালে আগে থেকেই উপস্থিত কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে  অভ্যর্থনা জানান। পরে লাল গালিচা পেরিয়ে দৃপ্ত পদভারে মে উঠে তিনি স্বভাবসূলভ ভঙ্গিতে হাত নেড়ে উপস্থিত জনতাকে স্বাগত জানান।

বেলা ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর নাম ঘোষনা করে জনসভার সঞ্চালনা করেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী একটি শান্তিপূর্ণ জনসভায় উপস্থিত থাকার জন্য যশোরবাসীকে ধন্যবাদ জানান। ’৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল তার সফল পরিসমাপ্তি ঘটেছিল ১৯৭১ সালে মান মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণ জাতির জনকের একডাকেই সাড়া দিয়ে সেদিন সেই সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। ত্রিশ লাখ শহীদের আত্বত্যাগ ও লাখো লাখো মা বোনদের আত্নদানের মাধ্যমে আমরা দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি স্বাধীন রাষ্ট হিসেবে বাংলাদেশকে পেয়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর একটি যুদ্ধ বিদ্ধস্ত দেশ ও জাতি গঠনে আতœনিয়োগ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি চক্র এই দেশের উন্নয়নকে স্তমিত করে দিয়েছিল। ’৭৫ পরবর্তী দেশের সেনাবাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছিল। এসব হত্যাকান্ডের সাথে জিয়া মোসতাক সরাসরি জড়িত ছিল। ’৭৫ পরবর্তী বাংলাদেশে কোন সরকারই উন্নয়ন করেনি। বিএনপি জামাত সরকার যখনই রাষ্ট্রিয় ক্ষমতায় এসেছে তখনই তারা দেশটাকে লুটপাটের কারখানা বানিয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। টাকা পাচারের ঘটনায় বিএনপি নেতা তারেক রহমান সাজা প্রাপ্ত হয়ে পলাতক জীবন যাপন করছে। বেগম জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলায় সাজা ভোগ করছে। সেই দলের নেতারা বলে তারা নাকি ফের এদশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে। অর্থ লুটপাটকারীদের মুথে রিজার্ভ নিয়ে কথা বলা মানায় না।

তিনি বলেন, জাতির জনককে স্বপরিবারে হত্যার পর জীবনের ঝুঁকি নিয়ে আমি দেশে ফিরে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। আপনাদের রায় নিয়ে আমরা বার বার ক্ষমতায় এসেছি। আর যখই আমরা ক্ষমতায় এসেছি তখন দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। আর অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা জাতিকে একটি ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। বিদেশ থেকে পুরোনো কাপড় এনে দেশের মানুষকে পরাতো। মানুষের পেটে খাবার ছিল না। মাথা গোজার ঠাঁই ছিল না, রোগে চিকিৎসার ব্যবস্থা ছিল না। আমরা ’৯৬ সালে সরকার গঠন করে এদেশের মানুষের কল্যানে কাজ শুরু করেছি। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের চিকিৎসার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করি। যেখানে আপনারা বিনা পয়সায় এখন চিকিৎসা পাচ্ছেন। বিএনপি জামাত ক্ষমতায় এসে ২০০১ সালে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি এই যশোর থেকেই আইটি পার্ক যুগের যাত্রা শুরু করেছিলাম। আজ যশোর আইটি পার্কে দেড় থেকে দুই হাজার যুবকের কর্মসংস্থান হচ্ছে। আজ মানুষের হাতে হাতে আমরা মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। আর বিএনপি জামাত ক্ষমতায় থেকে মানুষের হাতে তুলে দিয়েছিল অস্ত্র ,খুন আর হত্যা। যশোরে সাংবাদিক শামছুর রহমান মুকুল কে হত্যা করা হয়েছে। খুলনায় আমাদের নেতা মঞ্জুরুল ইমাম কে হত্যা করা হয়েছে। খুলনায় সাংবাদিক বালু, মানিক সাহা হত্যা করা হয়েছে। বিএনপি জামাত দেশবাসীকে হত্যা, খুন গুম উপহার দিয়েছে। নিজেরা মানুষের মুখে গ্রাস কেড়ে খেয়েছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলেছে। জিয়া যখন মারা যায় তখন ছেড়া গেঞ্জি আর ভাঙা ছুটকেস রেখে গিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের অর্থ পাচার করেছে। আজ তারা মুখে গণতন্ত্রের কথা বলে। ২১ আগষ্ট গেনেড হামলা করে বিএনপি জামাত জোট আমাকে হত্যা করতে চেয়েছিল। তারা বার বার আমার উপর হামলা করেছে।

তিনি যশোর অঞ্চল সহ গোটা দক্ষিণাঞ্চলে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলের উন্নয়নে কোন কাজই করেনি। আমরা প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যশোরে বিশ্ববিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম। বেগম জিয়া ক্ষমতায় এসে সেই প্রকল্প স্থগিত করেছিল। আমরা ফের ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মাণ করেছি। যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন সহ বিভিন্ন বিল্ডিং করেছি।

তিনি বলেন, দেশের অর্থনীতি এখন একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশের রেমিটেন্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রপ্তানী আয় বেড়েছে, আমরা বিএনপির রেখে যাওয়া ৫ বিলিয়নের রিজার্ভকে ৪৮ বিলিয়নে উঠাতে সক্ষম হয়েছিলাম। করোনা মহামারির কারনে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সেই ধাক্কা আরো বড় হয়ে দেখা দিয়েছে। পৃথিবীর কোন দেশই করোনার টিকা বিনা মুল্যে তার দেশের মানসুষকে দেয়নি। কিন্তু আমরা কোটি কোটি টাকার করোনা টিকা কিনে দেশের মানুষকে বিনামুল্যে দিয়েছি। আজ্ও বিনামুল্যে ২ কোটি মানুষকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। ৯০ টাকায় ইউরিয়া কিনে তা কৃষককে ১৬ টাকায় সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের ১ ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। দেশের কৃষি উৎপাদন বাড়াতে হবে। বেকার যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মমুখি করতে হবে। এই জন্য যশোরে আমার মায়ের নাান শেখ জহুরুল হকের নামে একটি আ লিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে নারী পুরুষ সবাই প্রশিক্ষণ নিতে পারবে। টানা ৪৫ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে যশোরের  বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, যশোরবাসীর কল্যানে আরো কিছু উন্নয়নমুলক প্রকল্পের কাজ এগিয়ে চলছে বেনাপোল স্থল বন্দরের উন্নয়ন করা হয়েছে, নওয়াপাড়া নদীবন্দরের কাজ প্রথম ধাপে শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। পদ্মা সেতু ও কালনা সেতু চালু হওয়ার কারনে যশোরের মানুষের ভাগ্যের আমুল পরিবর্তন ঘটছে। খুব সহজে তারা কৃষি দ্রব্যাদি ঢাকাসহ সারা দেশে পাঠাতে পারছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না। তার সরকার ভুমিহীনদের জমি ও বাড়ি বিনামুল্যে দান করছে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ আসলে দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যশোর ঢাকা রেল লাইনের কাজ এগিয়ে চলছে। যশোর বিমানবন্দরকে আধুনিকায়নের ফলে যশোর কক্সবাজার ফ্লাইট চালু হয়েছে। এই বিমানবন্দরের আরও উন্নয়ন ঘটানো হবে। যশোর মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতাল করা হবে। কপোতাক্ষ নদের নাব্যতা ও ভবদহ সমস্যার সমাধানে তার সরকার কাজ অব্যাহত রেখেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তৃতা করেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম মেম্বর পিযুষ কান্তি ভট্ট্রাচার্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শেখ হেলাল এমপি, এ্যাড: জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহাবুব আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক সহ স্থানীয় ও আ লিক নেতৃবৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন যশোরের ৬ এমপি ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলের এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেযারম্যান, পৌর সভার মেয়রসহ সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ।

উল্রেখ্য ১৭৭২ সালের ২৬ ডিসেম্বর যশোরের এই স্টেডিয়ামে জনসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ৫০ বছর পরে সেই মাঠে জনসভা করলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিন। এবারের জনসভাকে সফল করতে খুলনা বিভাগের সকল জেলার সাথে সম্পৃক্ত ছিলেন ফরিদপুর ও বরিশাল বিভাগের নেতৃবৃন্দ। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যশোর স্টেডিয়ামের উত্তর গ্যালারী ভেঙ্গে পার্শ্ববর্তী রাজ্জাক কলেজের মাঠের সাথে একাকার করা হয়েছি। তার পরও এই জনসভা স্থল উপচে পড়ে জনতার ঢল নামে পাশ্ববর্তী আরো কয়েকটি মাঠে ময়দানে। ফলে এ কথা নি:সন্দেহে বলা চলে যে এই জনসভায় ৫ লাখের বেশি মানুষের সমাগম ঘটাতে সক্ষম হয়েছে আওয়ামীলীগ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর সন্ত্রাসী হামলা, একই পরিবারের ৪ সদস্য আহত 

যশোরে শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন

মেহেরপুরে দিনদিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

মানিকছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

ডুমুরিয়ায় ইঞ্জিন চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

বেজপাড়ায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

উখিয়া দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার চাপা দিয়ে হত্যা

যশোরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা