
রিফাত আরেফিন : যশোরে সড়ক দুর্ঘটনায় দেবব্রত কুমার সরকার(৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদাহ মহাসড়কের চুরামনকাটি বাজারস্থ ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দেবব্রত কুমার সরকার সাতক্ষীরা আশাশুনি উপজেলার বিনয়কৃষ্ণ সরকারের ছেলে।
উদ্ধারকারী আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুরামনকাটি বাজারস্থ ব্রাক অফিসের সামনের রাস্তায় মোটরসাইকেলের(সাতক্ষীরা-হ-১৭-৯৮৫৩) সাথে অজ্ঞাতনামা ট্রাকের সংঘর্ষ হয়। তখন দেবব্রত কুমার সরকার ছিটকে রাস্থার উপরে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডাক্তার সালাউদ্দিন আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার সালাউদ্দিন আল মামুন জানান, নিহতকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। অতিরিক্তি রক্তক্ষরণের কারনে তিনি মারা গিয়েছেন। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়।