
মোঃ জি এম মাসুদ রানা :
যশোর শংকরপুর বটতলা মসজিদ মেডিকেল মোড় মহাসড়কে সড়ক বাস-ইজিবাইক সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
সোমবার, ১৭ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১১ টা ২০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ইজিবাইকে থাকা তিনজন আহত হয়।
আহতরা হলেন ১। সাদিয়া খাতুন (২০) পিতা- মেজবাহউদ্দিন, ২। মইনুল ইসলাম (৩০) পিতা- আব্দুল হালিম উভয় গ্রাম- দামোদর থানা-ফুলতলা জেলা-খুলনা ৩। মহাব্বাত (৪৫) পিতা- শামসুর রহমান গ্রাম- দাড়িপাড়া চাঁচড়া থানা-কোতোয়ালী জেলা-যশোর।
জানা যায়, সোমবার সকাল ১১ টা ২০ মিনিটের সময় যশোর কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর বটতলা মসজিদ মেডিকেল মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর সাতক্ষীরা রোডের মিনিবাস ফারহান পরিবহনটি (রেজিস্ট্রেশন নম্বর- জ-১১- ০০৯৩) চাঁচড়া থেকে শংকরপুর বাস টার্মিনালে যাওয়ার পথে ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইকের তিনজন দূর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে স্থানীয় জিডিএল প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলে থাকা স্থানীয়জনতা আটক কর চাঁচড়া পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ ফাঁড়ি থেকে টিম ঘটনাস্থলে এসে মহাসড়কে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।