নওগাঁর মান্দায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানাকরা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো-শহিদুল ট্রেডার্স, হাজী স্টোর ও শরীফ ট্রেডার্স।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের সত্ত্বাধিকারী জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা, শরীফ ট্রেডার্সের সত্ত্বাধিকারী শুকুরকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার এবং মান্দা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.