মো: সবুজ মিয়া, রংপুর ব্যুরো: রংপুরে অভিনব কায়দায় ধানভর্তি ট্রাকে গাঁজা বহনকালে দুই মাদককারবারীকে ৩৫.৫০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩।
বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক রাত ০২.২৫ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রংপুর বগুড়া মহাসড়ক এর উপর একটি ট্রাক তল্লাশী করে ৩৫.৫ কেজি গাঁজা ও ২৪০ বস্তা ধান সহ ০২ মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরুল হক (৩৩), পিতা-মৃতঃ ইসমাইল প্রামানিক, সাং-চর নবিপুর, থানা- শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ জাকির হোসেন (২৪), পিতা-মৃতঃ কুদ্দুস মোল্লা, সাং- মোনাপাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জদের কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তারা রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।