
সবুজ মিয়া রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধি॥ রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গঙ্গাচড়া উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৪ টায় মানববন্ধন করা হয়েছে।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, সহসভাপতি আব্দুল আউয়াল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লিজু, যুগ্নসম্পাদক আইয়ুব আলী, চাঁদ সরকার, মোস্তাক আহমেদ, বিএনপি’র লক্ষীটারী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক চান মিয়া, গজঘণ্টা ইউনিয়ন সাধারণ সম্পাদক দুলাল মিয়া, বড়বিল ইউনিয়ন সাধারণ সম্পাদক রুহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর বক্তা যাদু, কোলকোন্দ ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জয়নাল, আলমবিদিতর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, নোহালী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশি,উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহীন আলম সোনা, কৃষক দলের আহবায়ক এমদাদুল গনি লিটন, জাসাস সভাপতি মমিনুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্নআহবায়ক মহুবর, ছাত্রদলের আহবায়ক আক্তারুজ্জামান তিতাস, সদস্য সচিব আব্দুল কাফি, সিনিয়র যুগ্নআহবায়ক তুলিপ, রাসেল, মুন্না, আরিফ, মোরশেদ, ছাত্রদলের জেলা সহসভাপতি শহিদুল ইসলাম, মৎসজীবি দলের সভাপতি কাচু মাহমুদ, তাঁতীদলের আহবায়ক হাসান আলী, যুব বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, নাহিদ, বিএনপি নেতা সাজু মিয়া প্রমূখ।
বক্তাগণ মানববন্ধন কর্মসূচিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা পুলিশ প্রশাসন’কে নিরপেক্ষতা বজায় রাখা সহ অতিদ্রুত জেলা ও উপজেলার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।