রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই ইট ভাটা মালিককে মোট ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর চকাদিন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
আদালত সুত্র জানায়,নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এর অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড হাফিজুর রহমান চকাদিন এলাকায় মেসার্স দ্বিপ ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার এবং একই এলাকায় মেমার্স রিফাত ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়।আদালতের বিচারক জানান,অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে ফসলি জমি থেকে মাটি কেটে সংগ্রহসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ২০১৩সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনে এই অর্থ দন্ড প্রদান করা হয়েছে।এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।#