
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে চুরি করে পালানোর সময় জামরুল ইসলাম (৩৫)নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার রাতে উপজেলার মধ্য রাজাপুর পূর্ব মাঠে নলকূপের ঘর েেথকে চুরি করে পালানোর সময় তাকে আটক করা হয়। আটক জামরুল ইসলাম আত্রাই উপজেলার বান্দায়খাড়া কাজীপাড়া গ্রামের হামিদুলের ছেলে।এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামের আলী আকবর সরদারের মাঠের মধ্যে একটি গভীর নলকূপের ঘর থেকে মোটরের তার,এ্যালুমিনিয়ামের কলস,বালতিসহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে । এর পর খবর পেয়ে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় নলকূপ মালিক আলী আকবর বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে জামরুলকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।