রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও তরুন প্রজম্মের প্রযুক্তি কেন্দ্রিক উদ্ভাবনী শক্তি বিকাশে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমূখ। এছাড়াও স্কুল,মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার ১৬টি স্কুলের শিক্ষার্থীরা ভিন্ন স্টলে নিজেদের তৈরী বিভিন্ন উপকরণ প্রদর্শন করে।