রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কাজী আনিছুর রহমানের পিতা কাজী আলহাজ্ব মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে উপজেলার করজগ্রাম কাজীপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
পারিবারিক সুত্র জানায়, কিছু দিন ধরে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে ছিলেন। শনিবার ভোরে ইন্তেকাল করেন।মৃত্যুকালে ৩ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। এদিন বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাযায়, স্থানীয় লোকজন, রাণীনগর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।