
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং বেতগাড়ী বাজার আউটলেট এর ১৯০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার বেতগাড়ী বাজারে কফিল উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে শাখার উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেড রাণীনগর উপজেলা টিটিডিসি শাখার প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসানের সভাপতিতে উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার প্রিন্সিপাল ও ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিঃ নওগাঁ শাখার এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজমল হোসেন, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আব্দুল খালেক মন্ডল, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, ঘোষগ্রাম-বেতগাড়ী বাজার বনিক সমিতির সভাপতি মীর কাশেম আপন প্রমূখ।