রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩শত ১০পিচ ইয়াবাসহ হামিদা বেগম (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হামিদা উপজেলার গোনা ইউনিয়নের গোনা মধ্য পাড়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩ শত ১০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।