রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। মো: ওহেদুল ইসলাম মিলন কে সভাপতি ও শাহরুখ হোসেন আহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী (২০২৩-২৪ইং ) দুই বছরের জন্য ১২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবনে এই কমিটি ঘোষনা করা হয়।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে কার্য নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এর পর সদস্যদের সর্ব সম্মতিতে মো: ওহেদুল ইসলাম মিলন (সমকাল ও ভোরের দর্পণ)কে সভাপতি, শাহরুখ হোসেন আহাদ (কালের কণ্ঠ)কে সম্পাদক এবং সাহাজুল ইসলাম (আজকের পত্রিকা) কে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান, বাসার চঞ্চল ও মিল্টন খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক পদে আবু সাইদ চৌধুরী এবং কার্য নির্বাহী সদস্য পদে এসএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুন অর রশিদ, হাফেজ মাও: মো: শহিদুল ইসলাম ও সাইদুজ্জামান সাগরকে নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।
এসময় অত্র প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী গোলাম কিবরিয়াসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।