মাহাবুব আলম,ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২১ নভেম্বর) বিকেলে ৭ নং রাতোর ইউনিয়নের বাংলাগড় মাদরাসা মাঠ প্রাঙ্গণে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন, জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন। গেস্ট অব অনার ছিলেন, সাবেক ছাত্রনেতা শামসু হাবিব বিদ্যুৎ। প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য সচিব উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ইসহাক আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীর পার্টির সাবেক সভাপতি এ জেড সুলতান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের,যুব সংহতির সহ-সভাপতি গফুর আলী,রাতোর ইউনিয়নের সভাপতি এ,কে,এম ফজলুল হক, সাধারণ সম্পাদক সইফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গতঃ রাতোর ইউনিয়নে যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে আবু তাহের সভাপতি ও হাসান আলী কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।