রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলার নিকাহ রেজিস্ট্রার এবং কর্মকর্তা/কর্মচারীদের অংশ গ্রহনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রশাসন এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী নওগাঁ জেলা ব্র্যাকের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার এর সঞ্চালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক আবু সায়েম, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু ওহাব চাঁন, গোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার রেজাউল করিম, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী এসোসিয়েট অফিসার মাহফুজা খাতুন। এছাড়া শিক্ষক, ইমাম,সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।