মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ তোমরা ছিলে তোমরা আছো থাকবে চিরকাল, তোমাদের আদর্শ ও মননে উজ্জ্বল হোক প্রতিটি সকাল এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত।
আলোচনা সভার শুরুতে রামগড় তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামন্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর(বুধবার)সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী-শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃরাশেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোঃমফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃইলিয়াস হোসেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভাঃ) মোঃআব্দুল কাদের প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় রামগড় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজ,সন্মানিত মুক্তিযোদ্ধাগন,শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।