বাংলাদেশ সকাল
রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে হবে : রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি ও সমন্বয় পরিষদের সভাপতি ইকরামুল কবীর বাবলু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

 

মীর দিনার হোসেন : কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয় দেওয়া রোহিঙ্গা আজ শুধু উক্ত দুটি উপজেলা নয় সমগ্র কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের উপর এক বোঝা হয়ে দাঁড়িয়েছে যা বছরের পর বছর টেনে চলেছে উক্ত এলাকার স্থানীয় জনগোষ্ঠী। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় সরাসরি ভুক্তভোগী উখিয়া ও টেকনাফ উপজেলার বাসিন্দাগণ। একদিকে যেমন তাদের আবাসনের উপর প্রভাব পড়েছে, প্রভাব পড়েছে কৃষি জমি ও ব্যবসা-বাণিজ্যের উপর।

১৯৯৩ সাল থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে  ‘রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি ও সমন্বয় পরিষদ’। সংগঠনটি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে স্থানীয়দের যে দুর্ভোগ পোহাতে হয় সে বিষয়গুলি নিয়ে কাজ করে যাচ্ছে।

২০শে অক্টোবর, রবিবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের পালংখালি প্রাইমারি স্কুলে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি ও সমন্বয় পরিষদ’ এর সভায় তাহিদুল আকতার জুয়েল এর সঞ্চালনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকরামুল কবীর বাবলু বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে হবে, তাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে হবে। এই জনগোষ্ঠীকে আমরা দীর্ঘদিন ধরে আশ্রয় দেওয়ার ফলে আজ আমরাই নিজ ভুমিতে পরবাসীর জীবনযাপন করছি। তাদের জন্য আমাদের আবাসনের স্থান সংকুচিত হয়েছে, কৃষি জমির সংকট দেখা দিয়েছে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিক সম্পৃক্ততা, তাদের মাদক চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রমে আজ আমরা কোনঠাসা। আমরা এ অবস্থার উত্তোরণ চাই।  এ সময় তিনি বেশ কিছু দাবী তুলে ধরেন যার মধ্য অন্যতম হলো:

১। রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে হবে।

২। নিয়ম-নীতি উপেক্ষা করে হাট-বাজারে রোহিঙ্গাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে হবে।

৩। সড়কে অ-প্রশিক্ষন প্রাপ্ত ও সম্পুর্ন অবৈধ রোহিঙ্গা জনগোষ্ঠীর টমটম, সিএনজি, পিকআপ, বাস ট্রাক চালানো বন্ধ করতে হবে।

৪। রোহিঙ্গাদের একটা উল্লেখযোগ্য অংশ ক্যাম্পের বাইরে এসে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক সহিংস কর্মকান্ড করে যা বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৫। ক্যাম্পে স্থানীয় শিক্ষিত বেকার তরুণ-তরুণীর চাকরী নিশ্চিত করাসহ একগুচ্ছ দাবীর তুলে ধরেন।

উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল বশর চৌধুরী, মো: ইউনূস, মো: জসিম।

উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও সামাজিক সংগঠক আয়াজ রবি, ভাইস প্রেসিডেন্ট কক্সবাজার জেলা প্রেসক্লাব ও সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি উখিয়া উপজেলা, মাহমুদুল হক, জসিম ই জুমরাট, আবুল হাসেম, সাইফুল ইসলাম, মিজান, জয়নাল, আব্দুল ওহাব মানিক, ওমর ফারুক শিবলী, আব্দুল বাসেদ, হাফেজ উসমান, মো: আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন স্তরের সামাজিক সংগঠক নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

বিকাশ প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করলো ১৬ বছরের কিশোর 

বদলগাছীতে গাঁজার ট্রাক হরিলুট

শিবপুরে প্রথম নারী চেয়ারম্যান ফেরদৌসী ইসলামের শপথ গ্রহণ 

প্রকৃত গরীবের হক মেরে ঘর পেয়েছে শাসক তৃনমূল দলের নেতা-কর্মীরা, উত্তাল মগরাহাট পশ্চিম

নাটোরের কাঁচা গোল্লা’ তৈরি হতো টঙ্গীতে

শাজাহানপুরে কোরবানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ২ ইজারাদারকে জরিমানা

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সুকৌশলে পাচারকালে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি