নিজস্ব প্রতিনিধি॥ শীতে কাবু কক্সবাজারের ঈদগাঁওর জনজীবন। অসহায় ছিন্নমুল লোকজন শীতে চরম দূর্ভোগে পড়েছেন। শীতবস্ত্র বিতরন দাবী জানান ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
কদিন ধরে ঝেঁকে পড়ছে শীত।এলাকার মানুষরা শীতের তীব্রতায় ভুগছেন। হেঁটে খাওয়া লোকজন শীতে কাবু। এছাড়াও শীত নিবারণে ॥আগুন জ্বালিয়ে সময় পার করে চলছেন অনেকে।
উপজেলা ৫টি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ জালালাবাদ, পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে অসহায়- হতদরিদ্র লোকজন চরমভাবে কষ্ট পাচ্ছেন শীত মৌসুমেই। দেখার যেন কেউ নেই। কুয়াশা, ঠান্ডার কারণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না।
ঈদগাঁও উপজেলায় প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন থাকার পরেও অসহায় ছিন্নমুল লোকজনের মাঝে শীত মৌসুমে শীতবস্ত্র বিতরনের কোন উদ্যোগই চোখে পড়ছেনা সেসব সংগঠনের। তবে নবগঠিত মানবিক টিম নামের একটি সংগঠন তাদের যাত্রালগ্নে কিছু অসহায় লোকজনকে যৎ সামান্য শীতবস্ত্র প্রদান করতে দেখা গেছে।
অন্যদিকে বৃহৎ এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরনের লক্ষে সদর উপজেলার নিবার্হী কর্মকতার কাছে ঈদগাঁও ঐক্য পরিবারের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে। তবে এখনো কোন সাড়া মেলেনি বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।