কাকন সরকার, শেরপুর : শেরপুরে কোটা আন্দোলনকারীদের স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সোমবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে এ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শেরপুরের কোটা আন্দোলনকারী সমন্বয়কারী বলেন, সারাদেশে শত শত শিক্ষার্থীর পাশাপাশি শেরপুরেও পাঁচজন শিক্ষার্থী শহীদ হয়েছেন। এদের মধ্যে প্রথম শহীদ মাহবুব এর নামে শেরপুর কলেজ মোড়কে মাহবুব চত্বর ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য আগামী দিনগুলোতে কোটা আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।
তারা এ সময় বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা জেনেও ইতিপূর্বে স্বাধীনতা অর্জনকারীরা স্বাধীনতা রক্ষা করতে পারেননি। তাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও এই স্বাধীনতাকে ধরে রাখতে আমাদেরকে সজাগ থাকতে হবে।
এ সময় কোটা আন্দোলনকারীদের সমন্বয়কারী মোরশেদ জিতু, ফারহান ফুয়াদ তুহিন, ইসরাত জাহান পপি, জাকিয়া পারভিন, সুমাইয়া আক্তার, নুসরাত জাহান তাসফি প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণ সমাবেশে শেরপুর সরকারি কলেজের কয়েকজন শিক্ষক যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করে।