শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে পতাকা উত্তলন, পুস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে জাতীয়, দলীও এবং কালো পতাকা উত্তলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সরকারি ব্যসরকারি বিভিন্ন দপ্তর থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তারের এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম আ্যাড আপস) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.জেড মোরশেদ আলী, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ,এস,এম নুরুল ইসলাম হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেরপুর সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার এড.মোখলেসুর রহমান আকন্দসহ আরও অনেকে।