কাকন সরকার, শেরপুর : ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ০৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ- ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় শেরপুর শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা ও জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রমে মাধ্যমে জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এ প্রত্যাশা করেন। এর জন্যে চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তা কামনা করেন।
এ সময় শেরপুর জেলা ট্রাফিক শাখার টিআই (প্রশাসন) পুলিশ পরিদর্শক (শওযা) মোহাম্মদ সোহেল রহমান, পুলিশ পরিদর্শক (শওযা) কার্তিক চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (শওযা) সৈয়দ মাহবুবুর রহমান, বিআরটিএ এর প্রতিনিধি ও জেলার পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।