কাকন সরকার, শেরপুর॥ শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১৯ নভেম্বর শনিবার রাত একটার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ওই রোগীর নাম মধু চক্রবর্তী। তিনি নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন মধু চক্রবর্তী। পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি।
শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে ঝগড়া ও রাগারাগীর এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দেন তিনি।
পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।