শেরপুর প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সারে এগারোটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। সম্মেলনে হুইপ আতিউর রহমান আতিক সভাপতি ও ছানোয়ার হোসেন ছানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি তার বক্তব্য বলেন, আওয়ামীলীগ জনগণের কাছে দেয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন করেছে। বিএনপির নেতৃত্বে জোট সরকার দেশকে একটি সন্ত্রাসের চারণভূমি বানিয়েছিল। ক্ষমতায় গিয়ে তারা ২৬ হাজার আওয়ামীলীগের নেতা কর্মীদের হত্যা করেছে। হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হানি করেছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরও তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সন্ত্রাসমুক্ত হয়েছে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তারা আবারও দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তিনি আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি বিশেষ বক্তা এ কে এমন ফজলুল হক এমপি ও বেগম হোসনে আরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান সহ সকল পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি পদে হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুর নাম ঘোষণা করলে মুহুর্মুহু করতালি ও শ্লোগানের মাধ্যমে স্বাগত জানান নেতা-কর্মীরা।