বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ শৈলকুপা সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার, তিনজন দলিল লেখক বাবুল আক্তার, সেবানুর মজনুসহ, কুষ্টিয়া জেলা রেজিস্ট্রারের কার্য্যালয়ের প্রধান সহকারী বেষ্টপুর গ্রামের ইব্রাহিম হোসেন বাবুল এবং প্রধান জালিয়াতকারি হাটফাজিলপুর গ্রামের ভুমিদস্যু ফরিদুল ইসলাম ভুন্ডুলেসহ উনিশ জনের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে দলিল জাল-জালিয়াতির ঘটনায় মামলা দায়ের হয়েছে।

যাহার মামলা নং ৫৫৫/২২, তারিখঃ২২/১২/২০২২ ইং।ধারাঃ ৪২০/৪৬৩/৪৬৭/৪৬৮/৪৭১/ ৫০৬(২)পেনাল কোড।মামলার বাদী হচ্ছে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম।

মামলা সূত্রে জানা গেছে, শৈলকুপা সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ লেনদেনকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী জালিয়াত চক্র ও কর্মচারী-দালাল সিন্ডিকেট।ব্যাপক ঘুষ বানিজ্যেও মাধ্যমে অফিসের অনিয়মকে নিয়মে পরিণত করে সাব-রেজিষ্ট্রি অফিসকে অপ্রতিরোধ্য স্বর্গরাজ্যে পরিনত করেছে।র্দীঘবছর ধরে জমি রেজিষ্ট্রির সকল প্রকার জালিয়াতির কাজসহ দলিল রেজিষ্ট্রি জালিয়াতি, ভূয়াপর্চা তৈরি,স্বত্তের থেকে অতিরিক্ত রেজিস্ট্রি, নামপত্তনের খারিজ খতিয়ান জালিয়াতি, দলিলের বালাম বই থেকে পাতা ছেড়া, দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়, টেম্পারিং ও জাল করাসহ কৌশলে প্রতারণা মুলকভাবে দলিল রেজিষ্ট্রি জালিয়াতি করায় ভূক্তভুগি আদালতে মামলা দায়ের করেছেন।সাব-রেজিষ্ট্রার, দলিল লেখক, গ্রহীতা, দাতা, স্বনাক্তকারিদের যোগসাজশে ব্যাপক জাল-জালিয়াতি ঘুষ-বানিজ্যের মাধ্যমে কর্তৃপক্ষের ক্ষমতার অব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ জনিত অপরাধ সংগঠিত করে জমি রেজিষ্ট্রি সম্পন্ন হয়ে থাকে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের এই জালিয়াতি সিন্ডিকেট।

জালিয়াতি দলিল নং ৬০৪০/২১,দলিল নং-৬৩০৫/১১, দলিল নং-২০৭১/১৪, দলিল নং ১৭৫০/১০,দলিল নং-৬৮৪০/৬৮, দলিল নং ৩০৭১/২০০১, দলিল নং ১৫৯/২০০১,দলিল নং৫৬৮৬/২০০০, দলিল নং ৩৫৫৭/২০০০, ৫৬৮৫/০৯ এবং দলিল নং ৫৬৮৬/০৯। এছাড়াও ভূমিদস্যু ফরিদুল ইসলাম ভুন্ডুলে দাতা হয়ে তার প্রাপ্ত সমূদয় সম্পত্তি গ্রহীতা রেজাউল ইসলামের নিকট কবলা দলিল নং ১১৩৯/৮১,রেজিষ্ট্রি তারিখঃ ২০/০১/১৯৮১ দলিলে বিক্রয় করার পরও উক্ত গ্রহীতা ব্যতিরেখে একই জমি দ্বিতীয় বার জালিয়াতির আশ্রয়ে বিক্রয় করেছে।উক্ত ১১৩৯/৮১ নং দলিলটি যশোর ডি.আর অফিস থেকে বালাম বইয়ের পাতা ছিড়ে ফেলা হয়েছে ব্যাপক ঘুষ-বানিজ্যের মাধ্যমে। এছাড়াও শৈলকুুপা থানায় সাব-রেজিস্ট্রারে বিরুদ্ধে দুনীতি দমন কমিশন মামলা করেন, যাহার মামলা নং ০৬/২৬০, তারিখ ১০/১১/২০১৪।উল্লেখঃইতিপূর্বে আসামী ফরিদুল ইসলাম ভুন্ডুলের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে, দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন হাটফাজিলপুর গ্রামের রবিউল ইসলাম জোয়ার্দ্দার সাবেক ম্বেবর। যাহার মামলা নং শৈল,সি,আর,১০৩/১২র।

মামলার বাদী ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম বলেন, আসামীগনের যোগসাজশে জাল-জালিয়াতি প্রস্তুতের মাধ্যমে যে সকল দলিল রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছে তারফলে আমার সম্পত্তির মালিকানা আমার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। দলিল অংশ ইচ্ছাকৃত ভাবে মিথ্যা দলিল প্রস্তুত (সধশরহম ধ ভধষংব ফড়পঁসবহঃ) করা হয়েছে। যাহার ফলে অবৈধ্য অধিকার তৈরি হওয়ায় আমার অপূরনীয় ক্ষতি হয়েছে এবং আমি আমার বৈধ্য অধিকার হইতে বঞ্চিত হয়েছি। বিচারের মাধ্যমে জালিয়াত কারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হলে দলিল জালিয়াতি দুরকরা সম্ভব হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে প্রত্যাবাসনের দাবী 

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের লালগালিচা সংবর্ধনা

পাথরঘাটায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু জুনায়েতের

শসা চুরিকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক

রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

রাণীশংকৈলে মাসিক আইনশৃংখলা কমিটির সভা 

জাতীয় ছাত্র সমাজ পটুয়াখালী জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ফেন্সিডিল নিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহীসহ আটক ২

যুব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর 

লাখ টাকায় দিতে হয় ১৫ হাজার টাকা