শিমুল বিশ্বাস॥ সওহা নার্সারি আর সবুজের পরিচ্ছন্ন মেহেরপুর গড়তে স্বপ্ন দেখা থেকেই সিভিলে সার্জেন অফিসের ড্রাইভার জাহাঙ্গীর হোসেন গড়ে তোলেন এমন নার্সারি। সিভিল সার্জন অফিসের পূর্ব পাশের নর্দমা এখন প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে বাতাসে সুগন্ধ ছড়ানো সবুজের মিলন মেলা ঘটিয়ে ফুটিয়ে তুলেছেন নিজ উদ্যোগে এই জাহাঙ্গীর হোসেন।
ওয়াবদা মোড় থেকে কলেজ মোড় রোডের পাশে সিভিল সার্জন অফিসের পূর্ব গেটে নদ্যমায় ফুল ফুটিয়ে শান্তির নিঃশ্বাস ফেলছে উদ্যক্তা জাহাঙ্গীর হোসেন সহ অফিস উর্ধতন কর্মকর্তাসহ সবাই।
সবুজ ও প্রকৃত প্রেমি জাহাঙ্গীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন সিভিল সার্জন অফিস এর ড্রাইভারি কাজে নিয়োজিত আছি, আমি যখন অফিসে যাওয়া আসা করি সামনের দিকে তাকিয়ে দেখে খারাপ লাগে। আর এই খারাপ লাগা থেকেই নর্দমাকে ভাবলাম সুন্দর রুপ দিতে হবে । যেমন ভাবনা তেমন কাজ । সুন্দর অফিস তার সামনে নর্দমা নিজ দায়িত্বে ভালো কিছু করে দেখাবো উনি হঠাৎ কিছু লোকজন নিয়ে জায়গাটা পরিষ্কার করা শুরু করে দিল বিন্দু বিন্দু করে এখন বিশাল ফুলের নার্সারি। জাহাঙ্গীর হোসেনের স্বপ্নই বাসা বেঁধে বসে ফুলের বাগান সাজানো নেশায়। অর্থনৈতিক সংকটের কারণে আরো অনেক স্বপ্ন বড় করতে পারছে না বলে মন্তব্য করেন। স্বপ্নটাকে পরিপূর্ণ করতে পারলে ন চেষ্টা চালিয়ে যাবেন বলেও বাংলাদেশ সকালকে জানান জাহাঙ্গীর হোসেন।