আব্দুল্লাহ আল মামুন॥ সাতক্ষীরার বাইপাস সড়কের দেবনগর এলাকায় ট্রাক চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এক স্কুলছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইটভাটা শ্রমিক ফয়সাল হোসেন (২৫) সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। আহত সজিব (১৭) মথুরাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বিনেরপোতা দিক থেকে ইটভাটা শ্রমিক ভ্যানচালক ফয়সাল হোসেন ও স্কুলছাত্র সজিব বাইসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে ভ্যানচালক ও সাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। স্কুলছাত্র সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক দেব কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ট্রাকের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।