এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের শীতলডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুপুরে ৩জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শ্রী মঙ্গল কিস্কু ও শ্রী মোকতার কিস্কুর বাড়িতে প্রবেশ করে। তারা দাবি করে যে “তল্লাশি চলছে” — এই বলে ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের এক জনকে হাতকড়া পরিয়ে রাখেএবং অন্য সদস্যরা ভয়ে পালিয়ে যায়। এরপর তারা ঘরের আলমারি ও সুটকেস তল্লাশি করে নগদ ৮০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া রুপার পায়েল এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
লুটেরারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ঘটনাটি দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, “দুর্বৃত্তরা খুবই পরিকল্পিতভাবে পুলিশ সেজে লুট করেছে। এটি একটি সংগঠিত চক্রের কাজ হতে পারে।”
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















