ডেস্ক রিপোর্ট ॥ দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। যশোরের অভয়নগর নোয়াপাড়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণিল শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।
এ সময় সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সুমন সরদার ও সংগঠনের মাননীয় চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে ৭১ এর সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় কমিটির সদস্য সাংবাদিক গন উপস্থিত ছিলেন। পরে বর্ণিল শোভাযাত্রা ও পতাকা মিছিল বের করেন।
এছাড়াও বিএমএসএস এর প্রতিটা বিভাগ ও জেলা শহরগুলোতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯ ঘটিকায় ১৯৭১ সালে দেশ মাতৃকার স্বাধীনতার জন্যে শহীদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ভাটি বাংলা’র সম্পাদক ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী স্টাফ রিপোর্টার খালেদ মিয়া, সাধারণ সম্পাদক রোটারিয়ান গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভাটি বাংলা প্রধান সম্পাদক মোঃ মাহবুব বক্ত চৌধুরী, সহকারী সম্পাদক ও মানব চাহিদা পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান জাবেদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত, ফুজায়েল আহমেদ ও আহমদ মুসা প্রমুখ।
এ দিকে যশোরে শুক্রবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টার সময় যশোর কেন্দ্রীয় বিজয় স্তম্ভে (মনিহার সিনেমা হলের সামনে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে, সারা বাংলাদেশে ন্যায়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে যশোর কেন্দ্রীয় বিজয় স্তম্ভে ফুলের ঢালী দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, খন্দকার আশিকুর রহমান টনি, সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএমএসএস, খুলনা বিভাগ। মোঃ নাসিম রেজা সভাপতি,মোঃ আমির আলী শেখ সহ-সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, ইমাম হাসান রুবেল সাংগঠনিক সম্পাদক, মোঃ ইকরাম হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ওয়াজেদ আলী যুগ্ম সাধারণ ।সম্পাদক, মোঃ সেলিম হুসাইন, খন্দকার তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, ইমাম হোসেন, বিকাশ চন্দ্র মন্ডল সহ বিএমএসএস যশোর জেলার নেতৃবৃন্দরা।
পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিএমএসএস’র পাবনার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছে। ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে ঈশ্বরদীর কেন্দ্রীয় বিজয় সৃতিস্তম্ভে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাবনা জেলার সদস্যরা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি এই গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রধান,রাজশাহী বিভাগীয় কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন,বিভাগীয় উপ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোহান খাঁন, সংবাদভূমি’র নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান, দৈনিক স্বতকন্ঠ’র ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ,দৈনিক আনন্দ বাজার ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন,যমুনা ট্রিবিউন’র ব্যাবস্থাপনা সম্পাদক মাহফুজুর রহমান,এশিয়ান টিভি’র ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী,সংবাদভূমি’র স্টাফ রিপোর্টার আব্দুস সোবাহান, সমকোণ’র স্টাফ রিপোর্টার মোঃ রায়হান হোসেন,দৈনিক বাংলাদেশ খবর ঈশ্বরদী প্রতিনিধি খায়রুল বাশার মিঠু, সাপ্তাহিক জংসন’র স্টাফ রিপোর্টার সাইদ হাসান লিমন প্রমূখ।