ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ “নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। এবার এ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিল পর্যায়ের ৬৩হাজার শিক্ষার্থী ৫লাখের বেশি নতুন বই পাচ্ছে ।
সিংড়া পৌর শহরের কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক সরকারী বিদ্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ,ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সারদুল।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম জানান, এ বছর সিংড়া উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রায় ৬৪ হাজার শিক্ষার্থীদের প্রায় ৫লাখ এর বেশি নতুন বই দেয়া হচ্ছে।
বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা কোমলমতি শিক্ষার্থীরা। আর এমন একটি উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবকরা।