মোঃ মাহবু বুর রহমান, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ১২ জুলাই/২৩ বুধবার দুপুরে তাড়াশ উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন উর্মি’র সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, পিপিএম) এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর আলম। প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মোছাঃ আমিনা খাতুন, পুরুষ কাউন্সিলর মো. বাবু তালুকদার প্রমুখ।
স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম নির্বাচনকে সুষ্ঠ ও গতিশীল করতে নির্বাচনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভায় ইভিএমের মাধ্যমে প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং পুরুষ কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।