কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি ॥ সীতাকুণ্ড উপজলা আওয়ামী লীগের বিশাল শোভা যাত্রা পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে স্হানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সিনিয়র যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ,যুগ্ন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাঈদ মিয়া,ইউনিয়ন সভাপতি মোঃ খোরশেদ আলম,আওয়ামী লীগ নেতা রতন মিত্র,বিজয় চক্রবর্তী,উপজলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী এস এম জিলানীসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ অংশ গ্রহন করেন।শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা করে সমাপ্ত ঘোষনা করেন।
এছাড়া উপজেলা প্রশসনের উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মিথুল নেতৃত্বে উপজরলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলমসহ সকল অফিসারবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সেক্রেটারী লিটন কুমার চৌধুরী ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েতের নেতৃত্বে ফুল নিবেদন করে।তাছাড়া উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন,রাজনৈতিক দল শহীদ মিনারে ফুল নিবেদন শ্রদ্ধা করে।