সীতাকুণ্ড প্রতিনিধি॥ সীতাকুন্ডের সন্দীপ চ্যানেল বাড়বকুন্ড উপকূলীয় এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সীতাকুণ্ডে উপজেলা স হকারী কমিশনার (ভূমি) বিশেষ অভিযান চালিয়ে একটি বালু খেকো চক্রের মালিকানাধীন প্রায় এক কোটি টাকা মূল্যের ড্রেজার জব্দ করেছে।
সীতাকুন্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানায়, একটি প্রভাবশালী মহল বাড়বকুন্ড, মুরাদপুর, বাশঁবাড়ীঢা উপকূলীয় এলাকায় সন্দীপ চ্যানেল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে সংবাদ পাই, আজ ১১ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা থেকে ৪ টা পর্যন্ত স্পীড বোডে করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মুরাদপুর উপকূলীয় সাগরে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ড্রেজার জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজারটি আফসানা লোড ড্রেজিং প্রকল্প ১ এর মালিকানা ড্রেজার। জব্ধকৃত ড্রেজারটি মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহারের জিম্মায় রাখা হয়। অভিযানের খবর পেয়ে ড্রেজার অপারেটর ও অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশরার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম আরও বলেন, এ চক্রটি রাতের অন্ধকারে প্রতি দিন অবৈধ ভাবে বালু উত্তোলন করায় আজ দিনে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।