
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসদরের ব্যাবসায়ীদদের নিয়ে নবগঠিত “বিজনেস ফোরামের” ঈদ পুণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ( ১১ জুন) সকালে পৌরসদরের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিধ আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
ফোরামের উপদেষ্টা ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের আহ্বায়ক সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মিজানুর রহমান ও চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন পরিষদের সভাপতি তাওহিদুল হক চৌধুরী।
এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সেক্রেটারী কাইয়ুম চৌধুরী, তরুন উদ্যোক্তা আলী আকবর, শামছুল হুদা ও ফোরামের উপদেষ্টা আবুল হোসেন, মোস্তফা নুর প্রমুখ।