সীতাকুন্ড প্রতিনিধি॥ সীতাকুন্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম চলছে। কমিটি গঠন কার্যক্রম বিষয়ক এক মহা মিলনের আয়োজন করেন উপজেলা সংলগ্ন মুন ষ্টার কমিউনিটি সেন্টারে। এতে উপজেলার সর্বস্হরের নেতা কর্মীদের উপস্হিতি দেখা যায়।
এখানে প্রতিটি পদে ফরম বিক্রি হয় ১০০০/+৫০০০/ মোট ৬০০০/ হাজার টাকা, যার মধ্যে পাঁচ হাজার নেয়া হয় অফেরতযোগ্য হিসেবে।
এতে অনেক ত্যাগী নেতা ফরম ক্রয়ে ব্যর্থ হয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিগত ১৫ বছর দল ক্ষমতা থেকে বাহিরে। অনেক কষ্টে দিনপাত করছে নেতা কর্মীরা। দলকে টিকে রাখতে অনেক ত্যাগ স্বীকার করে আসছে, মামলা, জেল জুলুমতো আছেই। এর মধ্যে দলকে টিকে রাখতে কমিটি হবে তাও ছয় হাজার টাকা দিয়ে ফরম কিনে।
নাম প্রকাশে নেতা কর্মীরা আরো বলেন, কিছু নেতা দলে মীরজাফরী করছে। আসলাম চৌধুরী ও তার ঘনিষ্ঠ অনুসারীদের কে বাদ দিয়ে তারা কমিটি গঠন করতে লিপ্ত হচ্ছে। কিন্তু তা হতে দেবোনা,প্রয়োজনে কষ্ট করে দশ হাজার টাকা দিয়ে হলেও ফরম নেবো, কমিটি গঠনে নির্বাচন করবো।
এদিকে ফরমে ভূলে ভরা,ফরম বিতরন ১৮ নভেম্বর, বাছাই ২০ /১১/২০১২ ইং ও চুড়ান্ত ২১ নভেম্বর’২২। এতোবড় ভূল কারো নজরে পড়েনি। আহবায়ক কমিটি কারো এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও তারা অভিযোগ করেন।