
এনামুল হক ছোটন : ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ( বুধবার) নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন এবং সৈয়দ সায়েদুজ্জামান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ নজরুল কলেজে অধ্যক্ষ ড. এ.কে.এম আবদুর রফিক। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।