বাংলাদেশ সকাল
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

হায়দ্রাবাদের জনপ্রিয় মটকা ও মটকা মালাই চা এখন ঠাকুরগাঁওয়ে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

মোঃ হানিফ বিন রফিক, ঠাকুরগাঁও॥ চায়ের কাপে চুমু দেওয়ার সাথে সাথেই যাদের মন-প্রাণ জুড়িয়ে যায় তাদের জন্য হায়দ্রাবাদের জনপ্রিয় মটকা ও মটকা মালাই চা এখন পাওয়া যাচ্ছে ঠাকুরগাঁও সোনার বাংলা রিসোর্ট ও হোমিও প্যাথিক মেডিকেল কলেজের পাশে।

ঠাকুরগাঁওয়ের সোনার বাংলা রিসোর্ট ও একমাত্র হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ঠিক গাঁ ঘেষে গড়ে উঠেছে মটকা চা ঘর। সদর উপজেলা সহ দিনাজপুর, পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মানুষ এই অপরিচিত চায়ের সাথে পরিচিত হতে আসছেন।

ব্যাতিক্রমি এই চা এর ঘরটি নির্মান করেছেন, ঠাকুরগাঁও হোমিও প্যাথিক মেডিকেল কলেজের চিকিৎক ডাঃ মোঃ রিপন, তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা এবং একজন সমাজসেবী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করি। এবং সামনের দিনে এই ধারা অব্যাহত থাকবে।

গড়েয়া থেকে আসা বান্ধবীদের সহ মাহিয়া মাহি নিশাদ বলেন, আমরা ঠাকুরগাঁও পুণাক ও পণ্য বানিজ্য মেলায় ঘুরতে এসেছি নুসরাত ইমরোজ তিশা,ফারিয়া,সামিরা, সুমাইয়া, ফাম্মি, বান্ধবীরা সহ মেলা থেকে বাড়ি ফেরার সময় সোনার বাংলা রিসোর্ট এর পার্শে মটকা চায়ের চুমুকে, শান্ত, স্নিগ্ধ, নিবিড় পরিবেশের মাঝে এক পেয়ালা চায়ের আমন্ত্রণ নিয়ে আমরা হাজির হয়েছি ❝ চায়ের আড্ডায় ❞ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে প্রিয়জনের সাথে গল্প, আড্ডা, হাসির, হুল্লোড় মজা আর সাথে এক কাপ চা সত্যি অসাধারণ।

ঠাকুরগাঁওয়ে সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সম্মানিত শিক্ষক মোঃ আক্তারুজ্জামান বলেন বর্তমানে ঠাকুরগাঁও জেলায় পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী মটকা চা এটা জেনেই নিজের কাছে অনেক ভালো লাগে ও কলেজের সকল কাজ শেষ করে আমি ও আমার সহকর্মীরা এখানে অবসর সময় কাটাতে আসি।

জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে মটকা চা এর পাশাপাশি কালাই রুটি, নারিকেলের ফ্রেন্স ফ্রাই ও আরো অনেক কিছু পাওয়া যায়।আপনারা এখানে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সবাই আসতে পারেন।

ঠাকুরগাঁও সদরের ১২ নং সালন্দর ইউনিয়নের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম বলেন, ❝ মটকা চা ঘর❞ হওযার পর থেকেই যেন সোনার বাংলা রিসোর্ট সহ এই স্থানটি প্রাণ ফিরে পেয়েছে, এবং অনেক মানুষের সমাগম দেখে সবাই আনন্দিত।

❝মটকা চা ঘর ❞ এর সুদক্ষ কারিগর মোঃ আবুল হাশেম জানান, প্রতিদিন এখানে মানুষ ভিড় করছেন।সবাই এখানে এসে প্রসংশা করছেন।এবং এমন একটি ব্যতিক্রমি চা ঘরের কাজ করতে পেরে প্রধান কারিগর সহ অন্যান্য কর্মচারিরাও বেশ আনন্দিত।

এখানে প্রতি কাপ মটকা চা ও প্রতি পিছ কালাই ‍রুটি বিশ(২০)টাকা মাত্র এবং প্রতি কাপ মটকা মালাই চা পঞ্চাশ (৫০)টাকা মাত্র।

আপনারা যদি এই হায়দ্রাবাদের জনপ্রিয় মটকা ও মটকা মালাই চা খেতে ❝মটকা চা ঘর ❞ এ আসতে চান ঠাকুরগাঁও জেলার প্রানকেন্দ্র বাসস্টেশন গোলচ্বত্বর থেকে মাত্র পাঁচ(৫) টাকা ভাড়ায় চলে আসতে পারেন প্রিয়জনদের সাথে নিয়ে সোনার বাংলা রিসোর্ট এর পাশেই মটকা চা ঘরে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

ঘুর্ণিঝড় মিধিলি’র তান্ডবে আমতলীতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন এম.এ কাদের মিয়া

অভিমানে দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন ৩৩টি পরিবার ঘর ও জমি পাচ্ছে

দক্ষিণ বাকলিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডা.শাহাদাত হোসেন

যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত

মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা কর্মী আটক, সাংগঠনিক বই উদ্ধার

যুব মহিলা লীগ নেত্রী জোনাকি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ