
নিজস্ব প্রতিনিধি :
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামে অজ্ঞাত ব্যক্তি মরদেহ দেখতে পেয়েছেন এলাকাবাসী।
আজ ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার ভোর বেলায় একজন কৃষক মাঠে যাওয়ার সময় বাঁশ বাগানে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেয়।
মরদেহটি একজন বৃদ্ধ পুরুষের, তার বয়স আনুমানিক ৬০ বছর ধারণা করা যাচ্ছে।
স্থানীয় গ্রামবাসী এসে প্রাথমিক অবস্থায় মরদেহটি দেখে চিনতে না পেরে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে মরদেহ টি উদ্ধার করে নিয়ে যান।
পুলিশের প্রাথমিক তদন্তের অজ্ঞাত মৃত ব্যক্তিটির সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত করছেন। পুলিশ জানান, মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সঠিক তদন্তের মাধ্যমে মিডিয়ায় প্রকাশ করবেন।