জান্নাতুল বিশ্বাস.নড়াইল॥ নড়াইলে চাকুরি জাতীয় করণ, পদোন্নতী, ইনক্রিমেন্ট কর্তণ বন্ধ, মাদ্রাসার স্বকীয়তা বহায় রেখে কারিকুলাম প্রনয়নসহ ১৩দফা দাবিতে রাজপথে নড়াইলে নানা কর্মসূচি পালন করেছে মাদ্রসার শিক্ষক কর্মচারিরা। মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন নড়াইল জেলা শাখা এসক কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা শিক্ষক কর্মচারিরা জেলা শিল্পকলা একািেডম চত্বরে সমবেত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে একটি র্যালি বের করেন। নারীপুরুষ নির্বিশেষে দুই সহশ্রধিক শিক্ষক কর্মচারির অংশ গ্রহনে এটি শহরের প্রধান সড়ক ঘুুর নড়াইল চৌরাস্তায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়। অন্তত ৪০মিনিট ব্যাপি মানববন্ধনে বক্তারা বর্তমান দুর্মূল্যের সঙ্গে সঙ্গতি পূর্ণ বেতন ভাতা না পাওয়ায় পরিবর পরিজন নিয়ে মানবেতর জীবন করছেন দাবি করে অবিলক্ষে মাদ্রাসার সকল স্তরের শিক্ষক কর্মচারির চাকুরি জাতীয়করন, দুই হাজার শিক্ষকের ইনক্রিমেন্ট কর্তন বন্ধসহ তাদের সকল বকেয়া পরিষদ, অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়েগের ক্ষেত্রে আরবী প্রভাষকদের সুযোগ প্রদান, মহিলা কোটা সংশোধন করে যোগ্যদর নিয়োগ প্রদানের ব্যবস্থাসহ ১৩দফা দাবি তুলে ধরেণ। পরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সভাপতি ও শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো.আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক সৈয়দ ফজলুল করীম,বরাশুলা ক্যাডেট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো.নাছির উদ্দীনসহ অনেকে।