ইমাম হাছাইন পিন্টু, নাটোর :
তিন ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে নাটোরের গুরুদাসপুর এই জেল জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম ডুবারপাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের দায়ে ৩ জনকে ২ লাখ ২০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অবৈধভাবে পুকুর খনন করে কোনোভাবেই গুরুদাসপুরের ফসলি জমি নষ্ট করতে দেওয়া হবে না। জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তিনি। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
এর দুইদিন পূর্বেই নাজিরপুর এলাকায় পুকুর খননের দায়ে আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.