বিলাল মাহিনী॥ যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর কাজী খানকা শরীফে প্রতি বছরের ন্যায় এবারও সিদ্দীপাশা পীর দাদা-দাদী ও গাজীপুর পীর আব্বা-আম্মার রূহের মাগফেরাত কামনায় শুরু হয়েছপ বিরাট ফাতেহা শরীফ।
গাজীপুর কাজী খানকা শরীফ প্রাঙ্গণে ৮,৯ ও ১০ ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার উক্ত ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে।
শুক্রবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত ফাতেহা শরীফে উপস্থিত হয়ে দোয়া-দুরুদ ওয়াজ নসিহত ও আখেরি মোনাজাতে শরিক হওয়ার জন্য দাওয়াতি পয়গাম জানিয়েছেন গাজীপুর কাজী খানকা শরীফের বর্তমান গদিনশীন মৌলভি মো. আব্দুল কাদের বাবু।
ফাতহা শরীফ উপলক্ষে দূর দূরন্ত থেকে দোকানীরা ইতোমধ্যে এসেছেন। করোনা কাটয়ে এবারের ফাতেহা শরীফে লোকের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.